সরস্বতী পূজার মন্ত্র | Saraswati Mantra Bengali PDF Summary
Dear readers, here we have brought to you the Saraswati Mantra in Bengali PDF to all of you. Goddess Saraswati plays a very vital role in the Hindu Dharma. Goddess Saraswati is one of the major deities in Hinduism along with the Goddess Parvati and Goddess Lakshmi who are known as Trimurti.
Goddess Saraswati bestows her devotees with knowledge and intelligence. Therefore, those who are facing any kind of problem while learning anything new or you are having difficulty on the education front then should worship the Goddess Saraswati for seeking her blessings.
সরস্বতী পূজার মন্ত্র PDF / Saraswati Puja Pushpanjali Mantra in Bengali PDF
ওঁ জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে,
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং
সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্হানেভ্য এব চ।
এষ স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
সরস্বতী দেবীর প্রনাম মন্ত্র :
নমো সরস্বতী মহাভাগে
বিদ্যে কমললোচনে,
বিশ্বরূপে বিশালাক্ষ্মী
বিদ্যাংদেহী নমোহস্তুতে .
জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
সরস্বতীর স্তব মন্ত্র :
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা।
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী, মাই
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।
জয় জয় ভবানী, জয় শর্বাণী
জয় ত্রিভুবন, সুখদায়ী
জয় জয় ভবানী, জয় শর্বাণী
জয় ত্রিভুবন, সুখদায়ী
তেরি মায়া অনন্ত অপার,
যা কো, কো নেহি পায়ি
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।
হস্তকমল মো বীণ বাজাভে,
যা মে সব, সুর গাই
দুজে হাত বিরাজত পুস্তক
বেদ শ্রুতি উপজায়ী
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।
তেরি রূপ, ভয়ো সব বিদ্যা
সুর-নর চরণ নমাই,
পদ্মনাভ প্রভু, চরণ শরোরুহ
সেবক কে মন ভায়ী।
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী,
জয় জয় সরস্বতী,
জয় জয় সরস্বতী।
সরস্বতী পুজার পুষ্পাঞ্জলি মন্ত্র :
You can download Saraswati Mantra in Bengali PDF by clicking on the following download button.