KP Questions and Answers PDF Bengali

KP Questions and Answers Bengali PDF Download

Free download PDF of KP Questions and Answers Bengali using the direct link provided at the bottom of the PDF description.

DMCA / REPORT COPYRIGHT

KP Questions and Answers Bengali - Description

Dear readers, here we are offering KP Questions and Answers PDF in Bengali to all of you. You all know that Kolkata Police is responsible for the administrative activities of Kolkata district. Some changes have also been made in the examination as compared to earlier, But the level of exam questions has been kept the same. Recruitment of this department is done almost every year, out of which Sub-Inspector and Constable are the most. Calcutta police question is done at a secondary level. 100 questions are given in the preliminary exam from 2021. In the preliminary examination, questions come from a total of 3 subjects – (1) General Knowledge (2) Reasoning (3) Arithmetic. An additional English (2nd paper) subject test is taken in the main examination. Each question carries 2 marks. A total of 3 paper miles of 200 marks questions are asked in the mains exam.

KP Questions and Answers PDF in Bengali

প্রশ্ন: ২০২২ সালের মেজর ধ‍্যাঁনচাদ খেলরত্ন পুরস্কার কে জয় লাভ করেন ?

উত্তরঃ টেবিল টেনিস খেলোয়াড় শরথ কমল আচন্ত।

প্রশ্ন: ২০২২ সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার কে জয়লাভ করেন ?

উত্তরঃ সুইডেনের বাসিন্দা সান্তে প্যাবো।

প্রশ্ন: কোন তামা ও টিনের মিশ্রণে কোন ধাতুর সৃষ্টি হয় ?

উত্তরঃ পিতল।

প্রশ্ন: ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ আছে ?

উত্তরঃ ২টি।

প্রশ্ন: ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত ?

উত্তরঃ করমন্ডল উপকূল।

প্রশ্ন: ভারতের কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয় ?

উত্তরঃ মুম্বাইয়ে।

প্রশ্ন: সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত ?

উত্তরঃ ফ্রী স্টাইল কুস্তি।

প্রশ্ন: পূর্ণ বয়স্ক মানুষের রক্তে শর্করার পরিমাণ কত ?

উত্তরঃ ৮০-১২০ গ্রাম।

প্রশ্ন: অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি?

উত্তরঃ পথের পাঁচালি।

প্রশ্ন: সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতে কোন সালে চালু হয়েছিল ?

উত্তরঃ ১৯৫২ সালে।

প্রশ্ন: কে বা কারা ভারতবর্ষেপঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন ?

উত্তরঃ জাতীয় উন্নয়ন পরিষদ।

প্রশ্ন: ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন ?

উত্তরঃ মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতেহ আল-সিসি।

প্রশ্ন: ফিফা বর্ষসেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন ?

উত্তরঃ লিওনেল মেসি।

প্রশ্ন: সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?

উত্তরঃ মঙ্গল পান্ডে।

প্রশ্ন: ভারতবর্ষে প্রথম কোন ইংরেজ আসেন ?

উত্তরঃ টমাস স্টিফেনসন।

প্রশ্ন: জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি ?

উত্তরঃ ২৬শে নভেম্বর।

প্রশ্ন: ভারতীয় সংবিধানে কয়টি তফসিলের উল্লেখ আছে ?

উত্তরঃ ১২টি।

প্রশ্ন: ‘দেবানং প্রিয় প্রিয়দর্শী’ উপাধি কে গ্রহণ করেন ?

উত্তরঃ অশোক।

প্রশ্ন: কম্পিউটার কে আবিষ্কার করেন ?

উত্তরঃ চার্লস ব্যাবেজ।

প্রশ্ন: ল্যাপটপ কথাটির সঙ্গে সকলেই পরিচিত এখানে ‘ল্যাপ’ কথাটির অর্থ কি ?

উত্তরঃ কোল।

You can download KP Questions and Answers PDF in Bengali by clicking on the following download button.

Download KP Questions and Answers PDF using below link

REPORT THISIf the download link of KP Questions and Answers PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If KP Questions and Answers is a copyright material Report This by sending a mail at [email protected]. We will not be providing the file or link of a reported PDF or any source for downloading at any cost.

RELATED PDF FILES

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *