বিপদতারিনী পূজা পদ্ধতি PDF Summary
Dear readers, here we are offering বিপদতারিনী পূজা পদ্ধতি PDF to all of you. The vow of mother Bipattarini is performed on the fifth day of Shukla for the month of Ashar. As long as there is a vow of 12 months, it is celebrated as a special vow. This vow is observed in almost all Hindu houses. This vow is made on Saturday or Tuesday.
If this vow is observed in the best way according to the right rules, then very good results are obtained. In this puja, the rule of tying red thread with Durba grass and wearing it by hand is very interesting. There are 13 rules for offering flowers and fruits in this puja.
There are rules for tying 13 knots and 13 Durba in red thread. At the end of the Puja, this thread is to be worn by hand. However, at the end of the puja must hear the mother’s vows. It can get better results. Vegetarian food should be taken the day before the vow of Bipattarini.
বিপদতারিনী পূজা পদ্ধতি PDF
মাসি পূণ্যতমে
বিপ্রমাধবে মাধবপ্রিয়ে।
ন বম্যাং শুক্লপক্ষে চ
বাসরে মঙ্গল শুভে।।
সর্পঋক্ষে চ মধ্যাহ্নে
জানকী জনকালয়ে।
আবির্ভূতা স্বয়ং দেবী
যোগেষু শোভনেষুচ।।
নমঃ সর্ব মঙ্গল্যে
শিবে সর্ব্বাথ্যসাধিকে
শরণ্যে ত্রম্বক্যে গৌরী
নারায়ণী নমস্তুতে।।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
বিপত্তারিণী পুজোর বিধি নিষেধ PDF
- বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিন কখনই আমিষ খাবেন না। আগের দিন নিরামিষ এবং পুজো শেষে ১৩ টা লুচি ও ১৩ রকমের ফল প্রসাদ হিসাবে গ্রহণ করুণ। তবে চালের জিনিস খাওয়া একেবারেই নিষেধ।
- এই পুজোর দিন পরিবারের কোনও সদস্যের মদ্যপান করা এড়ানো উচিত।
- পুজোর চলাকালীন কারও সঙ্গে কথা বলবেন না। এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয়। সেই সঙ্গে ব্যবসায় ক্ষতি, বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে।
- বিপত্তারিণী পুজোর সময় কখনই কাউকে অপমান করবেন না। এমনকি এদিন কোনও মহিলার সম্পর্কে কুরুচিকর কথাও বলবেন না। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন।
- এদিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনও ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও ধার করবেন না। মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না। সেই সঙ্গে, দেবী রুষ্ট হন এবং সম্পর্কও নষ্ট হয়ে যায়।
- কোনও অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবেন না। নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হয়।
- বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা। তাই এদিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয়।
বিপত্তারিণী পুজো ২০২১
আগামী ১৩ জুলাই (২৩ আষাঢ়), মঙ্গলবার এবং ১৭ জুলাই (৩২ আষাঢ়) শনিবার পালন করা হবে বিপত্তারিণীর ব্রত।
বিপত্তারিণীর মন্ত্র:
মাসি পূণ্যতমেবিপ্রমাধবে মাধবপ্রিয়ে। ন বম্যাং শুক্লপক্ষে চবাসরে মঙ্গল শুভে। সর্পঋক্ষে চ মধ্যাহ্নেজানকী জনকালয়ে। আবির্ভূতা স্বয়ং দেবীযোগেষু শোভনেষুচ। নমঃ সর্ব মঙ্গল্যেশিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্রম্বক্যে গৌরী নারায়ণী নমস্তুতে।।
You can download বিপদতারিনী পূজা পদ্ধতি PDF by clicking on the following download button.